মাযহাব মানা আপরিহার্য কেন?

[পূর্ব প্রকাশিতের পর] ।। মাওলানা আব্দুল কুদ্দুস ।। হাদীসের আলোকে প্রথম প্রমাণ হযরত হুযাইফা (রাযি.) কর্তৃক বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানি না আর কতদিন তোমাদের মাঝে আমি বেঁচে থাকবো। তবে আমার পরে তোমরা আবু বকর ও উমর এ দু’জনের ইকতিদা করে যাবে। (তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ)। এখানে ইক্তিদা শব্দটি ব্যবহার … Continue reading মাযহাব মানা আপরিহার্য কেন?